কেউ যদি তাচ্ছিল্য বা ব্যঙ্গ করে বলে — “ওমুকরা তো আল্লাহ হয়ে গেছে”, অর্থাৎ বোঝাতে চায় যে তারা এত confidence নিয়ে কথা বলে যেন তাদের ভুল ই হয় না,,
তাহলে কি এই কথায় ইমান নষ্ট হয়ে যায়?
আসলে আমি মেজাজ খারাপ করে বলি যে তারা তো আল্লাহ র কাছা কাছি হয়ে গেছে,, মানে বুঝাতে চেয়েছি তারা মনে করে তাদের দিয়ে ভুল হতেই পারে না,,
পরে ভয় হলো আমার এই কথায় ইমান নষ্ট হলো কিনা