আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বিষয়গুলো নিয়ে জানার জন্য
১।কোন প্রাণীর ছবি আকা জায়েজ না।কোথায় এরকম পড়েছি যে ছবি বের না করলে মানে প্রিন্ট না করলে ক্লিক করা ছবি ওটা ব্যবহার করা যায়? যেমন ডিজাইনে ওয়েবসাইট ডিজাইন, ওখানে প্রাণী বা পুরুষের ছবি ব্যবহার করা যাবে?এই কথাটা বুঝি নাই তাই জিজ্ঞেসা।
২।মহিলা হলে চেহারা না দেখিয়ে গলা পর্যন্ত ব্যাবহার করা যাবে?