السلام عليكم ورحمة الله وبركاته
১//উস্তাজ,
আমি অবিবাহিত। আমার বোনের বাসায় এসেছি।গতকাল রাতে আমার বোনের সাথে আমি অনেক গল্প করে তারপর ঘুমিয়েছিলাম।  পরে সকালে ফজরের সলাত মিস যাচ্ছিলো, এমতাবস্থায় আমি স্বপ্নে দেখি,
আমি বোনের বাসায়ই গোসল করতে গিয়েছি। তারা সবাই কোথাও একটা গিয়েছে। আমি দেখি আমার সলাত আদায় করতে মন চাচ্ছিলোনা। ভুলে মেইন গেইট না লাগিয়েই গোসলে ঢুকেছি। তারপর চেক করে দেখি আমার পিরিয়ড হয়েছে।  আর ভাবছিলাম ডেট এর আগেই হয়ে গেলো। আর ভাবছিলাম,  আমার নামাজটা মিস দেওয়াতে চাননি আল্লাহ তাই পিরিয়ড হয়ে গেলো?
এর আগে একবার এমন বাস্তবে হয়, যে আমার নামাজে অনেক অনিহা আসছিলো, মিস যাচ্ছিলো কয়েক ওয়াক্ত প্রায়, তখন পিরিয়ড হয়ে যায়, আর আমি তখন এটা ভেবে খুশি হয়েছিলাম যে আল্লাহ দিয়েছেন এটা। কিন্তু সে ঘটনা আমি আজকালের মধ্যে মনেও করিনি।
২// উস্তাজ,
আমি অন্য একজনের স্বপ্নের ব্যাখ্যায় দেখি তাকে বলা হয়েছে যে হারাম সম্পদ থাকতে পারে তার কাছে। কিন্তু উস্তাজা আমার ক্ষেত্রে তো আমার সম্পদ সব আমার মা বাবারই এখন, আমার নাই, আমি জেনারেলেও পড়িনা বরং বাসায় থাকি, আমাকে মাঝে মাঝে হাত খরচের ব্যবস্থা করে দেন আল্লাহ তা'য়ালা পরিবারের মানুষের মাধ্যমে। তাই আমি এ বিষয়টা ধরতে পারিনি।
অন্যের স্বপ্নের ব্যাখা কি বিষয় একই হলে আরেকজনের জন্য প্রযোজ্য হয়?