আসসালামু আলাইকুম।। আমার জানার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে কাজের সময় মনে হয় অযথাই সময় যাচ্ছে কিন্তু কাজের পাশাপাশি কোন আমল হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ছোট খাটো জিকির পড়লে ভালো হয়।। তবে তা গুনে গুনে না পড়লে বেশির ভাগ সময় মনেই থাকে না যে আমি জিকির করছি।। আর কিছু ক্ষেত্রে নিদিষ্ট একটা সংখ্যার টার্গেট রাখি।। তখন কি কাজের ফাঁকে ফাঁকে আমি বা হাতে তা গুনে গুনে পরতে পারবো?? তাসবি বা কোন কাউন্টার ছাড়া??