اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
অনেক সময় মানুষের হাস মুরগি আমাদের বাসায় এসে ডিম পাড়ে, কার হাস মুরগি এটা জানিনা।
এখন এই মুরগির ডিম কি আমাদের খাওয়া যাবে ? নাকি আমাদের খুঁজে বের করতে হবে এর আসল মালিক কে এরপর তাকে দিতে হবে ?
যদি আসল মালিক খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে এই ডিম কি আমরা খেতে পারব ?