পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছি। বিয়ের ৬ মাস হয়ে গেছে। পরিবার এখনো মেনে নেয়নি। শশুর বাড়ির পরিবার মেনে নিয়েছে কিন্তু শশুর শাশুড়ি স্বামীকে অনেক কান ভাঙায় আমার নামে । স্বামী এখন তার আপন মা আব্বার কথা শুনে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে এমনকি গায়ে হাত ও তোলে মার ধর করে।
এখন আমার কি করণীয় ?
খুব ডিপ্রেশনে আছি । মনে হচ্ছে সুইসাইড করে নেই। কাউকে কিছু বলতেও পারছিনা। নিজের ব্যাপার বাড়ির সাথেও কোনো কন্টাক্ট নেই তারা এখনো একসেপ্ট করেনি। কি করবো দয়া করে বললে মুনাসিব হয় ইন শা আল্লাহ