আস সালামু আলাইকুম।
সম্প্রতি আমরা আমাদের অফিসে নামাজের জন্য জায়গা নির্ধারণ করেছি।জায়গা টা সীমিত,লোক ও কম।
ইমামের পেছনে ২ জন মুক্তাদি থাকলে কি ভাবে দাঁড়াবে?
ইমাম সহ ২জন হলে ত ইমামের ডান পাশেই দাঁড়ানো যায় বলে শুনেছি।
এখন ইমাম সহ ৩জন হলে কি পাশাপাশি ৩জন দাঁড়ানো যাবে?
উল্লেখ্য নামাজের জায়গা সীমিত।