আসসালামু আলাইকুম। অনেক বিপদে পড়ে প্রশ্ন করছি। পাপের শাস্তি পাইতেছি হুজুর।
আমি বিবাহিত। কিন্তু আজ থেকে ৭ বছর আগে আমার একটা হারাম রিলেশন ছিল। সেই রিলেশন টা বেশিদিন ছিল না। তো তখন সেই মেয়েকে একদিন রেস্টুরেন্টে বলেছিলাম( plz marry me). আর মেয়ে বলেছিল ( okay, Yes)। সামনে কেউ ছিল না। কেউ শুনে নাই এটা।
বিয়ে নিয়ে মজা করে আরো কিছু কথাও হয়েছিল মনে হয়। যেমন: ধরো তোমাকে বিয়ে করলাম, মেয়ে বললো আচ্ছা আমিও তোমাকে বিয়ে করলাম। সামনে কেউ ছিল না। আশে পাশের মানুষ খেয়াল করেছিল কিনা জানি না। আস্তে আস্তেই বলেছিলাম কথা।
১)) আমি যে বললাম (plz marry me) r সেই মেয়ে যে বললো okay, yes. এগুলো যদি রেস্টুরেন্টের মানুষ সিসি ক্যামেরা দিয়ে একই সময়ে দেখে, শুনে ( যেহেতু সব ক্যামেরা তেই শুনা যায় এখন) আগে পরে না, যখন বলতেছি তখন ই যদি দেখে শুনে, তাহলে কি বিয়ে হয়ে যাবে? বা অন্য যেগুলো কথা হয়েছিল বিয়ে নিয়ে সেগুলো সি সি ক্যামেরা তে শুনলে, দেখলে কি বিয়ে হয়ে যাবে কিনা?
২) যেহেতু একই জায়গায় একদিকে আমরা বলতেছি, অন্য রুমে রেস্টুরেন্টের মানুষ সি সি ক্যামেরায় দেখতেছে, শুনতেছে এখানে কি বিয়ের একই মজলিস বুঝায় কিনা? একই বুঝালে বিয়ে হবে কিনা?
৩) সেই মেয়ের অন্য জায়গায় বিবাহ কি ঠিক আছে হুজুর? নাকি অবৈধ হইতেছে?
আমার এতদিন এগুলো নিয়ে কোনো টেনশন ছিল না। কিন্তু সেই মেয়ে আমাকে তার বান্দুবী দিয়ে এগুলা বলাচ্ছে। সেই মেয়েও অন্য জায়গায় বিবাহিত। তার সেই বিয়ে ঠিক কিনা এটার জন্য আমাকে সেই মেয়ের বান্দুবী দিয়ে জানাইছে।
আমাকে দয়া করুন হুজুর। আমি কি করবো এখন? আমার বউ জানলে সংসার এ একটা জামেলা হয়ে যাবে। আমি আমার বউ নিয়ে শান্তি তে থাকতে চাই।