আসসালামু আলাইকুম। দীনের বুঝ বুঝার আগে কেউ যদি অনেক কসম করে। সবকিছু মনে নেই। কিন্তু বন্ধুদের সাথে ম্যাসেজ করার সময় যদি এমন বলে যে- কমস আজকে তোকে মেরেই ফেলবো, বা কসম তোরা এই কাজ করলেও আমি আর নাই এসব এ, আমি এটা করবো না। আবার মাঝে মাঝে বলতাম, আমার কসম, এটা করবো না।
এগুলো মনে আছে কারন বন্ধুদের ম্যাসেজ গুলা এখনো আছে। আসলে মজা করতে করতে হয়তো কসম বলেছিলাম। ******"এখন আল্লাহর কসম না লিখে শুধু এভাবে ম্যাসেজ এ শুধু (কসম লিখলে) বা ("আমার কসম") লিখলে কি কসম হয়ে যাবে?"**** এটার জন্য কাফফারা দিতে হবে??****
আল্লাহর ভয় থেকে প্রশ্ন করা। জানা গুনাহ গুলো থেকে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এই জন্য আপনাদের কাছে জানতে চাওয়া। দয়া করে উত্তর দিবেন হুজুর।