পাত্রপক্ষ প্রথমে পাত্রীকে দেখতে আসে। তাদের পছন্দ হওয়াতে তারা পাত্রীপক্ষকে দাওয়াত করে যায়। পাত্রী পক্ষের পক্ষ থেকে পাত্রীর বাবা , পাত্রীর বোন এবং বোনের জামাই মিলে ছেলের বাড়িতে যায়। সেখানে দুই পক্ষেরই পছন্দ হ‌ওয়ায় ৫-৬ মাস পরে বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। যেহেতু মেয়ে পক্ষ থেকে তার বাবা (মেয়ে নিজে এবং মেয়ের পরিবারের সবাই)এবং ছেলে পক্ষ থেকে ছেলের বাবা, ছেলে সবাই সম্মতি রয়েছে এবং মোহর কত হবে তাও নির্ধারণ করা হয়ে গিয়েছে(ফাতেমী মোহর) তাহলে কি ইজাব কবুলের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়ে গিয়েছে? পরবর্তীতে সম্ভাব্য তারিখে কোন কারণ যদি বিয়ে পরানো না হয় বা বিয়ে ভেঙে যায় তাহলে কি তালাকের মাধ্যমে পৃথক হতে হবে?