আসসালামুআলাইকুম শায়েখ।
আমি একজন Twitter Ghostwriter। আমার কাজ ক্লায়েন্টের Personal Brand এর জন্য তার একাউন্টে বিভিন্ন Tweet লিখে দেওয়া। এতে তার Personal Brand আরো strong হয় এবং এর বিনিময়ে তার পরিচিতি বাড়ে এবং তার ব্যবসা আরো বেশি প্রচার-প্রসার পায়।
তো আমার ক্লায়েন্ট একজন Facebook Ads Expert । উনি আমেরিকাতে থাকেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন মানুষকে Online এ Facebook Ads কিভাবে করলে বেশি Sale হবে, এগুলো coaching এ শেখায়।
সামনে Black Friday, Christmas, Cyber Monday, Halloween ইত্যাদি অমুসলিম অনুষ্ঠান আছে। এই উপলক্ষে কীভাবে Ad দিলে আরো Sale হবে, তা নিয়ে আমি একটা Post লেখতে চাচ্ছিলাম। তা আমি জানতে চাই এমন কোনো Post লেখা কি জায়েজ হবে কিনা?