আমার বাবা মারা গিয়েছেন ৫ বছর হলো। এর মাঝে অনেকেই, বিশেষ করে আমার মা বেশ কয়েকবার স্বপ্নে দেখেছেন বাবা এসে খাবার চাচ্ছেন। এখন তার জন্য কি করতে হবে। দান সাদাকা করলেই হবে নাকি মানুষকে খাওয়াতে হবে?
আমি প্রায় বাবাকে স্বপ্নে দেখি তিনি ভলো আছেন, হাসিখুশি আছেন। একদিন আমাকে এটাও বলেছেন যে আমি যেনো ওনাকে নিয়ে খুব বেশি চিন্তা না করি, উনি অনেক ভালো আছেন।
কিন্তু আমার মাই শুধু দেখেন খেতে চায়, আরো দুই একজন দেখেছিলেন।