আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
একটি দেশে ব্যবসার দোকানের জন্য ভিসা লাগিয়ে অন্য কর্মক্ষেত্রে চাকরি করা কি জায়েজ হবে কাজ হালাল। (কিন্তু সেখানের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা আইনগত অপরাধ এভাবে এক কর্মক্ষেত্রের ভিসা লাগিয়ে ভিন্ন কর্মস্থলে কাজ করা যাবেনা ।)
তাহলে এটা বৈধ কিংবা অবৈধ কোন পর্যায়ে পড়বে ??