আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি একজন মেয়ে,আমি এমন একটা পরিবারের যেই পরিবারে দ্বীন চর্চা হয় না বললেই চলে।নামায পড়া হয়, মাঝে মাঝে কুরআন তেলাওয়াত,রমযানের রোযা রাখা হয়। আল্লাহ আমাকে আল্লাহর অশেষ রহমতে হিদায়াত দিয়েছেন,আলহামদুলিল্লাহ।
আমি পড়াশোনার জন্য বাসার বাইরে থাকি, এখানে আমার দ্বীন পালনে সমস্যা না হলেও বাসায় গেলে বেশ প্রবলেম হয়।পর্দা করতে দিতে চান না, মাহরাম মেইনটেইন হয় না।এসব নিয়ে আমার অনেক মন খারাপ থাকে সারাক্ষণ
১)আমি খুব করে চাচ্ছি আমার বিয়ে হয়ে যাক।বিয়ে হয়ে গেলে দ্বীন পালনে আর বাধা আসবেনা। বাসায় বিয়ের জন্য রাজি করালাম। দুআ করছি যেনো দ্রুত হয়ে যায়। অনেকদিন ধরেই দুআ করছি,চেয়ে যাচ্ছি যেনো বাসায় না যেতে হয়।বাসায় গেলেই আমার গতি নষ্ট হয়ে যায় দ্বীনি ক্ষেত্রে। কি করবো?
২) আমার শুধু কান্না পায়,অনেক মন খারাপ লাগে। আমি একা একা ডিল করতে পারছিনা। আমার মনে হচ্ছে আমার বিয়েটা খুব করে দরকার এখন। কিভাবে মন খারাপ দূর করবো? কিভাবে নরমাল থাকবো?
৩) ডেইলির কাজ যেমন পড়াশোনা, বা অন্যান্য কাজ করতেই মন চায় না মন খারাপ থাকার জন্য। কি করবো?
৪)চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, এটা কি অন্য কোনো সমস্যা? নাকি আল্লাহর উপর ঠিকঠাক তাওয়াক্কুল আর ধৈর্য ধরে থাকতে পারছিনা?
৫)বাসা থেকে আসার পর আমল করতেও মন চায় না কারণ বাসায় ঠিকঠাক পারিনা।যেই গতিতে বাসার বাইরে দ্বীন পালন করি ওটা একদমই নষ্ট হয়ে যায় বাসায় গেলে। কি করবো
আমার জন্য দুআ করবেন...