‎আসসালামু আলাইকুম
‎ আমার পরিচিত একজনের ২৯ বছরের সংসার। এবং তিনটি সন্তানও আছে। ২৯ বছর আগে তারা তাদের পরিবারকে না জানিয়েই বিয়ে করে ফেলেছিল। তখন তাদের বয়স অনেক অল্পও ছিল।
‎পরবর্তীতে মেয়ের পরিবার জানার পর মেয়ের বাবা ছেলের হাতে তুলে দেয় মেয়েকে। কিন্তু তাদের কোন বিয়ে পড়ানো হয়নি পরবর্তীতে। আগের বিয়েতেই তারা এত বছর ধরে সংসার করছে।
‎মেয়ের বাবা এখন মারা গিয়েছেন।
‎এখন তাদের করণীয় কি আর বিয়েটা কি ঠিক আছে?