اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমি আমার স্ত্রী কে বলেছি যে, সে যদি আমাকে কোনদিন শশুর বাড়িতে (অর্থাৎ স্ত্রীর বাপের বাড়িতে) যাওয়ার জন্য জোর করে অথবা আমি যদি কোনদিন ওই শশুর বাড়িতে যাই তাহলে আমার স্ত্রী তালাক।
আমি এখনো আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমার স্ত্রীও আমাকে কোনদিন শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলেনি।
এখন আমার প্রশ্ন আমি এখন শ্বশুর বাড়িতে যেতে চাই। এখন আমি যদি শ্বশুর বাড়িতে যাই তাহলে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে ? আমি কি আমার দেয়া শর্তকে তুলে নিতে পারবো ? এর সমাধান চাই ইন শা আল্লাহ