আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
11 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম মুফতি সাহেব,
কোনো ব্যাক্তি  তার হবু স্ত্রী কে বিয়ের আগে
তার স্ত্রী কে সে দুইটা ভিন্ন ভিন্ন কাজের শর্ত দাই,,,,

সেই ছেলের

,,,, প্রথম শর্ত ছিলো,,, সে মেয়ে যদি তার স্বামী র অনুমতি ছাড়া,, মেয়ের দুলাভাই এর সাথে  কথা বলে তাহলে সেই ছেলে তার স্ত্রী র সাথে ,,,,,, সম্পর্কো রাখবে না,,,,
তার দ্বিতীয় শর্ত ছিলো,,, সেই মেয়ে যদি বিয়ে র পর তার স্বামী র অনুমতি না নিয়ে,,তার বোনের বাড়িতে বেড়াতে যায় তাহলে সে সম্পর্কো রাখবে না,,,,,

 এবং  কিছুদিন পর ভিডিও কল ওকিল এর মাধ্যমে  বিয়ে করে ছেলে ছিলো ভারত এ এবং মেয়ে ছিলো ঢাকায়,,, ছেলে তার পক্ষ থেকে ,, ওকিল নিরধারন করে দিয়েছিলো সেই ওকিল বিয়ের মজলিস এ উপস্থিত হয়ে সেই  ছেলের পক্ষ থেকে মেয়েকে কবুল করেছিলো সেখানে সাক্ষি ও অনেক লোক জন তাদের বিয়ে সম্পূর্ন শরিয়ত সম্মত ভাবে হয়েছিলো
,,,বিয়ের পর তাদের সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছিল না এবং
তাদের বিয়ে র পর সেই মেয়ে তার স্বামী র অনুমতি না নিয়ে য় তার দুলাভাই এর সাথে কথা বলে,,,, সেই স্ত্রী র ও মনে ছিলো না এবং সেই স্বামী র ও বিয়ে র আগের দেয়া শর্ত র কথা মনে ছিলো না,,,,,, কিছু দিন পর তার স্বামী র মনে হয় আগের শর্ত র কথা এবং আবার সেই স্বামী তার স্ত্রী কে বলে যে বিয়ে র আগের  শর্ত কথা মনে আছে তো যে বিয়ের পর স্বামী র অনুমতি না নিয়ে যদি দুলাভাই এর সাথে কথা বলো তাহলে,, সম্পর্কো রাখবো না,,,
,,,কিছু দিন পর সেই স্ত্রী তার স্বামী কে বলে যে সে তার দুলাভাই এর সাথে  অনেক আগেই কথা বলেছে,,,  তার বাড়িতে বেড়াতে এসেছিলো স্বামী র অনুমতি না নিয়ে কথা বলেছে,,,,,,
স্বামী র ভয়ে তার স্ত্রী স্বামী কে সে কথা জানায় নি,,,,,,
হুজুর এখন প্রশ্ন হলো,,, সে স্বামী তার স্ত্রী কে বিয়ের আগে,,, দুইটি শর্ত দিয়েছিলো,,, এবং সেই স্বামী এবং স্ত্রী র সরাসরি দেখা সাক্ষাৎ হওয়ার আগেই তাদের একটি শর্ত পুরন হয়েছিলো
,,,,,,,,সে ইউটিউব এ ভিডিও দেখেছিলো যে সহবাস এবং নিরজন বাস এর আগে কেউ যদি তার স্ত্রী কনো কেনায়া শব্দ বা কনো সরিহ শব্দ বলে তাহলেই নাকি তাদের আবার নতুন করে বিয়ে করা লাগে,,,,
হুজুর তারা যদি আবার নতুন করে বিয়ে করে তাহলে কি,,বিয়ের আগে যে শর্ত দিয়েছিলো তার মধ্যে তো একটা শর্ত পুরন হয়েছিলো এবং তার একটা শর্ত পুরন হয়েছিলো না,,, নতুন করে যদি আবার তারা বিয়ে করে,,,, তাহলে কি তাদের
আগের যে একটা শর্ত পুরন হয়নি সেই শর্ত  কি পুরন হলে কি আবার তাদের বিবাহে সমস্যা হবে

1 Answer

0 votes
ago by (678,540 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/28210/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
বিবাহের পূর্বে সাধারণত তালাক পতিত হয়না। 
হ্যাঁ বিবাহের দিকে ঈঙ্গিত করে শর্তযুক্ত তালাক দিলে তালাক হবে। 
,
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ جُوَيْبِرٍ عَنْ الضَّحَّاكِ عَنْ النَّزَّالِ بْنِ سَبْرَةَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا طَلَاقَ قَبْلَ النِّكَاحِ

‘আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বিবাহের পূর্বে তালাক নাই।
(সুনানে ইবনে মাজাহ ২০৪৯)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَنْبَأَنَا عَامِرٌ الْأَحْوَلُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ جَمِيعًا عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا طَلَاقَ فِيمَا لَا تَمْلِكُ

‘আমর ইবনু শু‘আইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তালাক দেয়ার অধিকার জন্মানোর আগে প্রদত্ত তালাক কার্যকর হয় না।

তিরমিযী ১১৮১, আবূ দাউদ ২১৯০, সহীহ, ইরওয়াহ ১৭৫১, ২০৬৯, সহীহ আবী দাউদ ১৯০০, ইবনে মাজাহ ২০৪৭ রাওদুন নাদীর ৫৭১, আত-তা'লীকু আলাত তানকীল ২/৬২।

★★শরীয়তের বিধান অনুযায়ী শর্তাধীন তালাক সহীহ হওয়ার ক্ষেত্রে জরুরী হলো ঐ মহিলা সেই ছেলের বিবাহে থাকতে হবে অথবা শর্তযুক্ত বাক্যটি উক্ত মহিলার দিকে বিবাহের নিসবত করা হবে।
কেহ যদি বলে যে অমুক কাজ করলে আমার ভবিষ্যত স্ত্রী তালাক,তাহলে এখানে বিবাহের নিসবত স্পষ্ট আকারে না পাওয়া গেলেও অস্পষ্ট ভাবে তালাকের নিসবত পাওয়ার কারনে বিবাহ করা মাত্র এক তালাকে বায়েন পতিত হবে।
পরবর্তীতে আবারো তাকে বিবাহ করা যাবে,এক্ষেত্রে নতুনভাবে বিবাহ পড়িয়ে নিতে হবে।

তবে ইমাম শাফেয়ী রহঃ সহ আরো কিছু ইসলামী স্কলারদের মতে বিবাহ পূর্ব শর্তাধীন তালাক পতিত হবেনা।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন । 
,
আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তাদের
আগের যে একটা শর্ত পুরন হয়নি সেই শর্ত  পুরন হলে তাদের বিবাহে সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...