আসসালামু আলাইকুম মুফতি সাহেব,
কোনো ব্যাক্তি তার হবু স্ত্রী কে বিয়ের আগে
তার স্ত্রী কে সে দুইটা ভিন্ন ভিন্ন কাজের শর্ত দাই,,,,
সেই ছেলের
,,,, প্রথম শর্ত ছিলো,,, সে মেয়ে যদি তার স্বামী র অনুমতি ছাড়া,, মেয়ের দুলাভাই এর সাথে কথা বলে তাহলে সেই ছেলে তার স্ত্রী র সাথে ,,,,,, সম্পর্কো রাখবে না,,,,
তার দ্বিতীয় শর্ত ছিলো,,, সেই মেয়ে যদি বিয়ে র পর তার স্বামী র অনুমতি না নিয়ে,,তার বোনের বাড়িতে বেড়াতে যায় তাহলে সে সম্পর্কো রাখবে না,,,,,
এবং কিছুদিন পর ভিডিও কল ওকিল এর মাধ্যমে বিয়ে করে ছেলে ছিলো ভারত এ এবং মেয়ে ছিলো ঢাকায়,,, ছেলে তার পক্ষ থেকে ,, ওকিল নিরধারন করে দিয়েছিলো সেই ওকিল বিয়ের মজলিস এ উপস্থিত হয়ে সেই ছেলের পক্ষ থেকে মেয়েকে কবুল করেছিলো সেখানে সাক্ষি ও অনেক লোক জন তাদের বিয়ে সম্পূর্ন শরিয়ত সম্মত ভাবে হয়েছিলো
,,,বিয়ের পর তাদের সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছিল না এবং
তাদের বিয়ে র পর সেই মেয়ে তার স্বামী র অনুমতি না নিয়ে য় তার দুলাভাই এর সাথে কথা বলে,,,, সেই স্ত্রী র ও মনে ছিলো না এবং সেই স্বামী র ও বিয়ে র আগের দেয়া শর্ত র কথা মনে ছিলো না,,,,,, কিছু দিন পর তার স্বামী র মনে হয় আগের শর্ত র কথা এবং আবার সেই স্বামী তার স্ত্রী কে বলে যে বিয়ে র আগের শর্ত কথা মনে আছে তো যে বিয়ের পর স্বামী র অনুমতি না নিয়ে যদি দুলাভাই এর সাথে কথা বলো তাহলে,, সম্পর্কো রাখবো না,,,
,,,কিছু দিন পর সেই স্ত্রী তার স্বামী কে বলে যে সে তার দুলাভাই এর সাথে অনেক আগেই কথা বলেছে,,, তার বাড়িতে বেড়াতে এসেছিলো স্বামী র অনুমতি না নিয়ে কথা বলেছে,,,,,,
স্বামী র ভয়ে তার স্ত্রী স্বামী কে সে কথা জানায় নি,,,,,,
হুজুর এখন প্রশ্ন হলো,,, সে স্বামী তার স্ত্রী কে বিয়ের আগে,,, দুইটি শর্ত দিয়েছিলো,,, এবং সেই স্বামী এবং স্ত্রী র সরাসরি দেখা সাক্ষাৎ হওয়ার আগেই তাদের একটি শর্ত পুরন হয়েছিলো
,,,,,,,,সে ইউটিউব এ ভিডিও দেখেছিলো যে সহবাস এবং নিরজন বাস এর আগে কেউ যদি তার স্ত্রী কনো কেনায়া শব্দ বা কনো সরিহ শব্দ বলে তাহলেই নাকি তাদের আবার নতুন করে বিয়ে করা লাগে,,,,
হুজুর তারা যদি আবার নতুন করে বিয়ে করে তাহলে কি,,বিয়ের আগে যে শর্ত দিয়েছিলো তার মধ্যে তো একটা শর্ত পুরন হয়েছিলো এবং তার একটা শর্ত পুরন হয়েছিলো না,,, নতুন করে যদি আবার তারা বিয়ে করে,,,, তাহলে কি তাদের
আগের যে একটা শর্ত পুরন হয়নি সেই শর্ত কি পুরন হলে কি আবার তাদের বিবাহে সমস্যা হবে