আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন মানুষ কি ঈমানের সহিত মৃত্যু, কবরের আজাব থেকে রক্ষা ও জান্নাত লাভের জন্য নফল নামাজ পড়তে পারে?
২।মহানবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখার জন্য কি নফল নামাজ পড়া যায়?
৩। কোন মানুষ যদি এমনিতে সব কিছুর ওয়াসওয়াসাতে আক্রান্ত হয় বেশি যদি ঈমান ও তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত হয় , মনে যদি নতুন নতুন কথা বা প্রশ্নের চিন্তা আসে যা জীবনেও কোথাও শুনে নি এসব প্রশ্ন যদি কোনদিন না করে বা জানার চেষ্টা না করে এড়িয়ে যায় তাহলে কি কোন সমস্যা হয়?আর ওয়াসওয়াসা নাকি আর কি বুঝতে না পেরে প্রশ্ন না করলে কি কোন সমস্যা হবে বা গুণাহ হয়?