বিসমিহি তা'আলা
জবাবঃ-
কেউ যদি মান্নত করে যে, তার অমুক কাজ হয়ে গেলে সে সদকাহ করবে।তাহলে সেই কাজ হওয়ার পরই মূলত তার উপর সদকাহ করা ওয়াজিব হবে।কাজ হয়ে যাওয়ার পূর্বের সদকাহ দ্বারা সেই ওয়াজিব সদকাহ আদায় হবে না।
যেমন আল্লামা কা'সানি রাহ বলেন,
ولو فعل ذلك قبل وجود الشرط يكون نفلا،
কেউ যদি তার মান্নতকে কাজ হয়ে যাওয়ার পূর্বে আদায় করে নেয় তাহলে সেটা নফল হিসেবে পরিগণিত হবে।(বাদায়ে সানায়ে-৫/৯৩)
তাই কাজ হয়ে যাওয়ার পরই করা মান্নতকে পূর্ণ করা উচিৎ।হ্যা কেউ চাইলে আগেও দিতে পারে। তবে তার উপর আপতিত ওয়াজিব আদায় হবে না।বরং কাজ হয়ে যাওয়ার পর আবার সদকাহ করতে হবে।
আল্লাহ-ই ভালো জানেন।