আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষের ঈমান নিয়ে সন্দেহ বা ওয়াসওয়াসা আসলে মানে ঈমান ঠিক আছে কিনা ভেবে কান্না করতে থাকলে।বাসায় কেউ জিজ্ঞেস করলে যদি বলে ঈমান আছে কিনা,কোন কিছু বলছে কিনা ইত্যাদি এসব নিয়ে ভয় ও সন্দেহ চলে আর যদি বলে কারণ ঈমান না থাকলে বিয়েও ভেঙে যায় এসব বলে কান্না করতে করতে যদি এসব সন্দেহ আসার কারণে আবার বিয়ে করার কথা জানালে বাসায় মানে আবার একই স্ত্রীকে তাহলে কি কোন সমস্যা হয় বৈবাহিক?মানে মানসিক শান্তির জন্য এমন বললে?শুধু টেনশন আর ওয়াসওয়াসার কারণে এমন বললে?