আস সালামু আলাইকুম
আইফতোয়ায় দেখলাম ২টি ভিন্ন জায়গায় আকিকা করা যাবে ছেলে সন্তানের জন্য।
১।আমি জানতে চাচ্ছি যে ছেলে সন্তানের জন্য যে ২টি খাসী আকিকা দেয়া হবে সেটার ১টি যদি নানার বাড়ি,আরেক টা দাদার বাড়ি তে ভিন্ন ২টি দিনে করা যাবে কিনা?
যেমন ৭ম দিনে বাচ্চার নানার বাড়ি এবং ১৪তম দিনে দাদার বাড়িতে?
২।জন্মের পর বাচ্চাকে কত দিন পর গোসল করানো যাবে?