তিন বছর আগে বিবাহ হয়েছিল ছেলে মেয়ের সম্মতিতে পরবর্তীতে ছেলের পরিবার মেনে নেয় না । এরপর ছেলে অন্য জায়গায় বিয়ে করে প্রথম স্ত্রী কে ভরন পোষন ও দেয় না কথাও বলেন না । তালাক ও দেয় না এমনতো অবস্থায় ছেলেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে এসে ডিবোস পেপারে সাইন করে নিলে কি তালাক ইসলাম সম্মত হবে