আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) কাল বাবু মুখ ভরে বমি করে দেয়, আমি পরে ওর শরীর ভেজা টিস্যু দিয়ে ৩ বার মুছে ফেলি। অনেক রাত হওয়ায় গোসল করানো সম্ভব হয় নি। ৩ বার ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলায় বাবুর শরীর কি পাক হবে?
২) কোনো স্ত্রী যদি বলে এই বাড়ি ঘরে আর থাকবো না, এটা কি কেনায়া বাক্য হবে?
৩) স্বামী যদি স্ত্রী কে তালাকের অধিকার দিয়ে সাথে সাথে ফিরিয়ে নেয় কিন্তু কোনো সময় বা শর্ত কিছুই না দেয় তাহলে স্ত্রী অধিকার পাবে কি? যদি মজলিস থেকে স্ত্রী সরে যায় (স্বামী বিছানায় বসে ছিল, স্ত্রী দাড়িয়ে ছিল), বিছানায় শুয়ে পড়ে আর স্বামীও শুয়ে পরে তাহলে মজলিস কি তখন শেষ হয়ে যাবে? স্ত্রী পরে কি আর অধিকার পাবে না?
৪) স্বামী স্ত্রী কে তালাকের অধিকার দেয় নি কিন্তু স্ত্রী সন্দেহ বাতিক হওয়ায় বার বার আস্ক করে অধিকার দিয়েছে কি না। তখন স্বামী বলে যে যদি অধিকার দিয়ে থাকি তাহলে তা ফিরিয়ে নিলাম। স্বামীর এ কথা এভাবে বলাতে কোনো সমস্যা হয় কি? মানে স্ত্রী কোনো ভাবে অধিকার পাবে কি? দয়া করে উত্তর দিবেন।