আসসালামু আলাইকুম উস্তাদ,
আমি আমার এক বন্ধুর কাছে একজন ব্যক্তির নামে কোনো কারণ ছাড়াই মিথ্যা জিনিস হাবি জাবি বলি ভাব নিয়ে, কিন্তু আমার বন্ধু আমার সাথে বেইমানি করে আমি যে সেই ব্যক্তির নামে এত কিছু বলছি সব ওকে বলে দিছে। এখন সে আমাকে এসে বলতেছে তুমি নাকি আমার নামে এসব এসব বলছো, আত্মসম্মান বাচানোর জন্য আমি বলছি যে আমার বন্ধু মিথ্যা বলছে। এখন আমি কি করব, আমি এমনে দ্বীন প্রেক্টিস করার যথা সাধ্য চেষ্টা করি কিন্তু আমি জেনারেল লাইন পড়ুয়া, স্কুলে গেলেই বন্ধুদের সাথে মেলামেশায় কোথা দিয়ে এসব গীবত হয় আমি বুঝতেও পারি না, শয়তানের ওয়াসওয়াসায় আমার এই দশা। ওই ব্যক্তিটা আমাকে অনেক ভালো জানতো এখন আমি কি করে কি করব আমাকে প্লিজ বুদ্ধি দেন।