বাজারে অনেক রকমের চকলেট পাওয়া যায়। এগুলো হালাল না হারাম, তা আমরা বিচার করি না। তবে এগুলোর গায়ে অনেক সময় হালাল লেখা থাকে। এখন শুধু এই লেখার ভিত্তিতেই কি হালাল ধরে নেয়া যাবে? হালাল লিখে তো হারামও বেঁচতে পারে। আবার এগুলোর গায়ে উপাদানও লিখে দেয়া থাকে। সেগুলো নেটে সার্চ করে বা AI ব্যবহার করেও হালাল না হারাম জানা সম্ভব হতে পারে। তবে সেটা নিশ্চিত না, বিশেষ করে AI এর ক্ষেত্রে। আর সার্চ করে জানা একটু কষ্টসাধ্য ব্যাপার, সেক্ষেত্রেও পুরো নিশ্চিত হওয়া যায় না ভাল সাইট না পেলে। এভাবে জানলে কি হবে? আর আমরা তো প্রায় সময় যাচাই-বাছাই না করেই খেয়ে ফেলি। হারাম হয়ে থাকলে কি গুনাহগার হব?