আমার মাহরামের সংখ্যা বেশী নয়, আর যারা আছেন তাদের জন্য বেশি দূরত্ব সফর কষ্টকর।আর যাদের জন্য কষ্টকর নয় তাদের সময়ের সমস্যা।যেমন আমার ভায়ের বাসায় যাবো, কিন্তু আমার সাথে যাওয়ার মতন মানুষ নেই কারণ আমার ছোট বা একাধিক ভাই নেই যারা আমার সফরসঙ্গী হতে পারেন, উপরন্তু আমি বিবাহিতও নই।