السلام عليكم و رحمة الله و بركات
একজন বোন স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্নে সূরা করিয়াহ তিলাওয়াত করছেন , প্রথম দুই আয়াত তিলাওয়াত করে পরের গুলো ভুলে গেছেন , তারপর তার আম্মা বললেন কুরআন দেখে নিতে , দেখে দেখে পড়ে নিলেন তিনি । তারপর মুসহাফ বন্ধ করে দু তিনটে আয়াত পড়ার পর আবার ভুলে গেলেন।
এবং পড়ার সময় একটু মাদ বেশি হয়ে গেলে তার আম্মা বললেন তিন হারাকাহ হচ্ছে এখানে দুই হারাকাহ্ হবে ।
পরে ঘুম ভেঙ্গে গেলে কুরআন খুলে সূরা টা দেখলেন , তখন তার মনে হলো প্রথম দিকের আয়াত গুলো ঠিক পড়লেও পরের আয়াত স্বপ্নে ঠিক পড়েছেন কি মনে নেই।
এটার অর্থ জানতে চাইছেন তিনি !