আসসালামু আলাইকুম।হুজুর আমাকে সামি তালাকে তাফবিনের ক্ষমতা দিয়েছিল আমি ৩তালাক নিয়ে ফেলেছি এখন একজন আলেম যাকে আমি মাজে মাজে কিছু প্রশ্ন করতাম। ত তাকে বিষয়টা বললে সে আমাকে প্রস্তাব দেয় সে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে বলি ১দিন বিয়ে করে ১বার সহবাস করে ছেড়ে দিতে হবে সে রাজি হয়।সে বলে আমার সমস্যা নাই।আমি তাকে বলি এতে আপনার লাভ কি সে বলে আমি হালাল বিনোদন পাব আর আপনাএ অনেক বড় উপনার হবে যদি আপনি আমাকে না চান অন্য কাউকে খুজে দেব।এখন তার যদ উদ্দেশ্য থাকে আমাকে বিয়ে করে ১বার আমার সাথে সহবাস করতে পারবে। মানে যদু মনে এই বাসনা থেকে আমাকে বিয়ে করে যে বিয়ে করলে আমার সাথে ১বার সহবাস করতে পারবে তবে যদি আমি তাকে বিয়ে করে আমি কি আমার প্রথম সামির জন্য হালাল হয়ে যাব?সে আমাকে বলেছে যে ১ঘন্টা পাব আমি আপনাকে এমন মহব্বত করব আপন দেখেন তখন আবার আমার সাথেই থাকতে চাইবেন আমাকে ছাড়তে চাবেন না।সে একজন মুফতি তার ফেসবুজে লিখা।সত্যি মুফতি কিনা জানিনা ফেসবুকেআইডিএ না দেওয়া আরকি