আসসালামু আলাইকুম,
আমি জানতে চাই—মানুষের ছবি খোদাই করা বা আঁকা সোনার মুদ্রা (যেমন কারও মুখমণ্ডল(রাজা / ঘোরা) খোদাই করা গোল্ড কয়েন) কেনা ও সংগ্রহ করে রাখা ইসলামী শরীয়াহ অনুযায়ী জায়েয কি না? এছাড়া, ছবি বিহীন সাধারণ সোনা বিনিয়োগ বা সঞ্চয়ের উদ্দেশ্যে কিনে রাখা হালাল কি না, এবং এ ক্ষেত্রে যাকাতের বিধান কী হবে?

জাযাকুমুল্লাহু খাইরান।