আত্মিয়দের মধ্যে এক আলেম বলেছেন সে যে গাড়িতে এসেছিল তাতে একটি লাশ ছিলো। সে টের পেয়েছে লাশ কিছুতে খেয়েছে, অনেক দুয়া দুরুদ পড়ায় তার ক্ষতি হয়নি তবে তাকে হুশিয়ারি করে গেছে।
১. কথা হচ্ছে লাশ কি আসলেই শয়তানে খায়?
২। মৃত্যুর পরে লাশের পাশে মানুষ থাকতেই হয়, কিন্ত কেন? নাহলে শয়তানে ধরে লাশ এগুলো সত্য?
৩।শয়তান এবং জ্বীন কি এক? মানুষকে যে পাপের পথে নেয় তা কি জ্বীন নাকি শয়তান?
৪। কোন মজলিসে নয় স্ত্রীর সাথে থাকা কালিন যদি নিয়ত না থাকলেও বলে "এক তালাক দিলাম " তবে কি সে তালাক হবে?