আসসালামু আলাইকুম,
১। আমার ভার্সিটিতে সমাবর্তন হবে, সমাবর্তনের জন্য যে টাকা জমা দেওয়া হবে তা থেকে কিছু টাকা দিয়ে কনসার্ট করা হবে। সেক্ষেত্রে আমি যদি কনসার্টে যুক্ত না হই তাহলে কি আমি সমাবর্তনে যেতে পারব?
২। প্রতিদিন বাসার বাইরে যাওয়া হয় না আর হাতে সবসময় খুচরা টাকা থাকে না, আমি তাই প্রতিদিন একটা টাকা করে সাদাকা করার নিয়্যতে কোথাও লিখে রাখি, এবং টাকার হিসেব রাখি পরে যখন বেশি হবে তখন এক সাথে কাউকে দিয়ে দিব ইন শা আল্লাহ। এক্ষেত্রে কি আমার প্রতিদিনের সাদাকা হচ্ছে?