আসসালামু আলাইকুম
আমি একজন বেসরকারি কর্মচারি। আমি কি আমার শ্বশুরের কাছ থেকে যাকাত নিতে পারব?
আমি বসবাসের জন্য বাড়ি করতে গিয়ে লোন করি সেটা এখনো পরিষদ হয়নি চলছে । সাথে আমার পরিবারের খরচ আমার বেতনের ভিতরে কুলায় না আমার প্রতিনিয়ত মানুষের কাছে ধার নেওয়া লাগে। বেতন পেলাম ব্যাংক থেকে লোনের টাকাটা কেটে নিল তারপরে যেটা থাকে সেগুলো মানুষকে দিয়ে চলে যায় । এবার আমাদের মাস চলতে হয় কেমনে তখন আরো কোন মানুষের কাছ থেকে ধার করে মাস চলি এভাবেই প্রতি মাস আমাদের ঘাটতি থেকে যায় প্রতিমাস আমাদের মানুষের কাছ থেকে নিয়ে চলা লাগে। এভাবে করতে করতে অনেক টাকা ধার পড়ে গেছে। এমত অবস্থায় আমি কি আমার শ্বশুরের কাছ থেকে যাকাতের টাকা নিতে পারব?
আমার কোন ব্যাঙ্ক ব্যালেন্স নাই কোন সম্পদ নাই।
খালি চাকরিটাই করি তাও সে টাকা ধার দেনাই চলে যায়।