السلام عليكم و رحمة الله و بركاته
উস্তাদ
আমি ছোট্ট খাটো একটা বিজনেস করি আলহামদুলিল্লাহ।
আমার ব্যবসার মেইন উদ্দেশ্য হালাল।হারামের বিন্দু মাত্র প্রবেশ করি না অথচ আমার সামনে হারাম পদ্ধতি তে,না জায়েজ পদ্ধতিতে ব্যবসা করার অজস্র উপায় আছে।কিন্তু আমি নিজ থেকেই ওই পথ বন্ধ করে দিয়েছি আমার আল্লাহ কে রাজি খুশি করার জন্য।
আমি জানি আমার জন্য যেদিন রিজিক লেখা থাকবে সেদিন সে মুহুর্তেই পাবো আমি।ইন শা আল্লাহ
আমার রিজিক কেউ কেড়ে নিতেও পারবে না।ইন শা আল্লাহ
তাই আমি আজও সবর করে আছি। কোনো order পায়নি এখনও,আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
,আমাকে কয়েকজন বোন বিবাহবার্ষিকী ও জন্মদিন উপলক্ষে ফ্রেম order করতে চাইছেন।যেহেতু ইসলামে এই দিন উদযাপন করা জায়েজ নয়।সেহেতু এই উপলক্ষে order টা গ্রহণ করাও আমার জন্য না জায়েজ।
আমাকে তারা এটাও বলেছে যে হ্যাপি বার্থডে বা হ্যাপি anniversary এই উইশ গুলো লিখতে হবে না,নিকাহ নামা মতো করে ফ্রেম বানিয়ে দিতে। ।মানলাম আমি উইশ লিখলাম না ফ্রেমের মধ্যে কিন্তু তাদের উদ্দেশ্য বা নিয়ত তো এই না জায়েজ কাজ উপলক্ষে। তাই এই উপলক্ষে order নেওয়াও আমার জন্য না-জায়েজ হবে তাই না? ।
আর এই বিষয় কোন হাদিস বা আয়াত আপনার জানা থাকলে আমাকে রেফারেন্স সহ দিবেন,মিন ফাদ্বলিক।
আমার হারাম ভাবে দুই টা টাকার দরকার নাই,যা আমার ইলম অর্জন থেকে মাহরুম করে দেবে।আমার আমল বরবাদ করে দেবে।আমার ফ্যামিলি আব্বু আম্মুর আমল বরবাদ করে দেবে।আমার আল্লাহ আমাকে দেবেন,ইন শা আল্লাহ