জেনে রেখো, খুলাফায়ে রাশিদিনসহ বনু উমাইয়া ও বনু আব্বাসের খলিফাদের শাসনকাল কোনো নির্দিষ্ট সময়ের জন্য ছিল না। তাদের মেয়াদকাল হতো আমৃত্যু কিংব কোনো বড় কোনো বিপদ নেমে আসা অথবা নিজেরা খেলাফত থেকে সরে দাঁড়ানো পর্যন্ত।
সাহাবি ও তাবিয়িনগণ কেউই শাসকের শাসনকাল নির্দিষ্ট করার পক্ষে ছিলেন না। তারা খলিফা যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ততদিনের জন্য আনুগত্যের বাইয়াত নিতেন।
কিন্তু "গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সীমিত সময়ের জন্য গণরায় চাওয়া হয়। সেটা পাঁচ বছর কিংবা তার চেয়ে কমবেশি হতে পারে। নিঃসন্দেহে এটি একটি নতুন বিদআত।" পাশ্চাত্য থেকে আমদানিকৃত। এর ফলে বিপুল পরিমাণ ব্যক্তি ও বাষ্ট্রীয়সম্পদের অপচয় হয়।
একটা বইয়ে এই লিখাটা পাইলাম।"*"করা লিখাটায় নতুন বিদায়াত কথাটা আছে।সেই কথাটা বিদায়াত হয় কেমনে দলিল সহ জানান।কারণ বিদায়াতের সংগায় তো তা পরে না