কোন ব্যক্তির মৃত্যুর পর যদি তার পরিবার থেকে 'তিনদিনি' অথবা 'চল্লিশা' করার পদক্ষেপ নেয় নিজ অজ্ঞতা কিংবা জাহিলিয়াতের কারনে তবে তা তো বিদ'আহ হবে।
উক্ত বিদ'আহ তে যদি তারা আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয় তাহলে কি আত্মীয়-স্বজনের সেখানে যাওয়া গুনাহ এর কারণ হবে?
যদি এই ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভবনা থাকে তবে সেক্ষেত্রে করণীয় কি?
আমার এক দাদি গত পরশু ইন্তেকাল করেছেন তিনি মা-শা-আল্লাহ ভালো ছিলেন। নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদাতে ওনাকে এক্টিভ পাওয়া গেছে, অন্তরের খবর আল্লাহ তা'আলাই ভালো জানেন। ওনার ছেলেরা এখন তিনদিনের আয়োজন করেছেন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং গরীব অসহায় দের খাবার খাওয়ানো হবে সাথে মরহুম দাদির জন্য দু'আ করাবেন।সেখানে আমাদের দাওয়াত দেয়া হয়েছে। যেহেতু জানা আছে এগুলো বিদ'আহ তাই আমি এবং আমার মাহরাম সেখানে উপস্থিত হতে ইচ্ছুক নই। কিন্তু আমরা সেখানে উপস্থিত না হলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভবনা আশঙ্কা তীব্র! আমাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি আমার বাবার বাড়ির সাথেও তাদের সম্পর্ক খারাপ হতে পারে। এমতাবস্থায় আমাদের কি করা উচিত? আমরা চাইলে কি মিলাদ দু'আ ইত্যাদিতে উপস্থিত না হয়ে শুধুমাত্র খাবার খাওয়ার সময় উপস্থিত থাকি কিংবা আমাদের পরিবর্তে আমার শশুর শাশুড়ি কে পাঠিয়েদেই (তারাও ওনাদের মতো এগুলো কে হালাল মিন করে অথবা সামাজিকতার কারনে এগুলো তে এগ্রি করে!) তাহলে কি আমরা গোনাহগার হবো?