আসসালামু আলাইকুম,
একজন ভাই আমাকে তার পুরাতন জিনিস (যেমন কাগজ বাতিল হওয়া মোটরসাইকেল) বিক্রয় করতে দিয়েছেন।
আসলে আমি একইরকম জিনিস কয়েকদিন আগে বিক্রয় করি। তো উনার সেই জিনিস এমনিতেও পড়ে থেকে নষ্ট হচ্ছিল আমি বলার পর সে আমাকে তার জিনিসটা দিয়ে বলেছে যাতে সেটা বিক্রয় করি আমার মাধ্যমে কারণ তিনি যাতেনই না সেটা বিক্রয় করা যাবে আমার থেকেই জেনেছেন।
এখন কয়েক জায়গায় দাম জিজ্ঞাস করার পর ক্রেতারা ১৬০০, ১৭০০, ১৮০০ টাকা বলেছেন। সেটা সেই ভাইকে জানাই এবং উনি ১৮০০ তেই খুব খুশি। যেহেতু উনি আশাই করেননি উনি ওইটা এই দামে বা বিক্রয় করতে পারবেন।
আবার আজকে আরেকজন ২২০০-২৩০০ বলেছেন। এই দাম উনাকে বলি নি।
আমি চাচ্ছিলাম ১৮০০ দিয়ে আমি যদি তার কাছে এটা কিনে নিয়ে আরেক জনের কাছে বিক্রয় করি তাহলে কি এটা জায়েজ হবে?
কারণ এখানে আমার কিছু রিস্কও আছেঃ
১। ক্রেতারা ছবি দেখে একটা দাম বললে, নেয়াড় সময় কোন খুত পেলে দাম কমাতে পারে।
২। অনলাইনে যে আমি বিক্রয় করে দিব সেটা আমার দায়িত্ব ও রিস্ক। পণ্য ক্রেতাকে দিয়ে তারপর ক্রেতা আমার নিজের একাউন্টে টাকা দিবে। এখন ক্রেতা টাকা না দিলে সেটা তো আমার রিস্ক। ওইভাইকে টাকা আমার দিতেই হবে।
৩। জিনিসটা একটু পলিশিং করলে কিছু দাম বেশী পাওয়া যায়, কিন্তু পলিশিং করার পরও যদি তেমন চাকচিক্য না হয় বা দাম না বাড়ে তাহলে আমার কিছু বেশী লাভ হতেও পারে নাও পারে।
এক্ষেত্রে এই সব রিস্ক নিয়ে আমি ১৮০০ দিয়ে কিনে ২২০০-২৩০০ বিক্রয় করলে কি জায়েজ হবে? কারণ আমি তাকে এটা বলব না যে আমি কিনে সেটা বিক্রয় করব। আমি বলব ভাই তাহলে ১৮০০ আপনাকে দিয়ে গাড়ী টা নিয়ে যাব।
জাজাকাল্লাহ