السلام عليكم و رحمة الله و بركاته সম্মানিত উস্তায।
১. কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমার রেজাল্ট শুনে আমি অনেকবেশি অবাক হই (যেন মেডিকেলে চান্স পাওয়ার কথাই ছিল না আমার) এবং শুকরিয়া আদায় করি। এরপর দেখি পরিবারের সবাই মিলে কোথাও একটা যাচ্ছি।
নোটেড: আমার BSc almost done. বাস্তবে মেডিকেল এ যাওয়ার সুযোগ নেই। এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায?
২. এরপর একদিন স্বপ্নে দেখি আমি আমার ভার্সিটিতে গিয়েছি কোনো গুরুত্বপূর্ণ একটা কাজে। সেখানে কেউ আমার ক্ষতি করতে চাচ্ছে, আমি বিষয়টি আন্দাজ করতে পেরে খুব দ্রুত চলে আসি সাথে একটা মেয়েকে নিয়ে আসি। আসার পরে একটা ভাঙা ব্রিজ পাই। যেটা পার করা আমার পক্ষে সম্ভব ছিল না।
এরমধ্যেই দেখি আমার হাসব্যান্ড, শাশুড়ী সাথে কয়েকজন আত্মীয় ছিল। তখন মনপ হলো আমার বিয়ে হয়েছে কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে তুলে নেয়নি।
তো আমার হাসব্যান্ড আমাকে নিয়ে ব্রিজ পার হচ্ছিল, যেহেতু আমকে উঠিয়ে নিছে তাই সামনে দেখতে পাচ্ছিল না, আমার শাশুড়ি দেখায় দিচ্ছিল কোথায় কোথায় ভাঙা আছে যেন আমরা সেইফলি পার হতে পারি। এরপরই ঘুম ভেঙে যায়।
৩. এরপরের দিন স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে (২ নং স্বপ্নের একই ব্যাক্তির সাথে) । প্রথম দিনই আমি কন্সিভ করি। ভ্রুণের বয়স ১ মাস। এরমধ্যেই দেখি পাশের বাসায় কী যেন ঝামেলা হয়েছিল সবার সাথে আমিও সেখানে যাই। দেখি ২ টা মেয়েকে পানিতে ফেলে দিয়েছে কেউ একজন। আমি চলে আসতে নিয়েছি এরমধ্যেই কে যেন এসে বললো মেয়ে ২ টা না উঠানো পর্যন্ত তুই যেতে পারবি না বিপদে পরবি, তোকে জীনে ধরবে একা গেলে, মনে হলো রাত তখন ২/৩ টা বাজে। তবে অনেক ৃানুষ ছিল সেখানে। এরপর আমি আমার পরিচিত মেয়েদের পাশে যেয়ে দাড়াই এবং তাদের জিজ্ঞেস করছিলাম এখানে প্রিয়ড অবস্থায় বা প্রেগ্ন্যাসি অবস্থায় কেউ আসলে সমস্যা হবে কী না! তারা বললো না কোনো সমস্যা হবে না।
এরপরই দেখি একটা মেয়েকে পানি থেকে তুলেছে। সবাই বলতেছিল মারা গেছে। একমাত্র আমি বলেছি না মেয়েটি মারা যায়নি। পরে First AID করার পরে মেয়েটি চোখ খুলে।
তবে আমি ভয় পাচ্ছিলাম ভ্রুণ বাচবে কী না! মা হতে পারব কী না! শুধু মনে হচ্ছিল ৪/৫ মাস ভ্রুণ থাকবে এর বেশি স্থায়িত্ব হবে না। কিন্তু কাউকে জানাইনি।
এরপর আরও দেখেছি স্পষ্ট মনে নেই সেসব।
৪. ★স্বপ্নে দেখি আমার এক মেয়ে আত্মীয়ের দাত অনেকগুলো। প্রতিটা দাতের পাশে ২/৩ টা করে বেশি দাত। আমাকে দেখাচ্ছিল আর আমার আপু মেবি গুণতেছিল।
★এরপর দেখি আমার চুল অনেকগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। আমি দেখছিলাম আর ভাবতেছিলাম এই বয়সে মাঝে মাঝে চুল পেকে গিয়েছে কেন?
৫. আমার মা স্বপ্নে দেখে যে, আমার বোনের হাসব্যান্ড আমার বোনকে অনেক মেরেছে।
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হবে উস্তায? এবং আমার করণীয় কী?