অতীতে হজ্ব করেছেন এমন একজন হজ্বযাত্রীর প্রশ্ন। কোন হজ্বযাত্রীর ইহরামের পোশাকে যদি এমন হয় যে, মুজদালিফার মাঠে ১০ যিলহজ্জ সকালে পরিধেয় ইহরামের কাপড়ে এক দিরহাম (এক আধুলি) এর অধিক পরিমাণ মূত্র লেগেছিল এবং এ কারণে ঐ পোশাকে ওজু নামাজ কিছুই জায়েয নয়। এই অবস্থায় ঐ পোশাক পরিবর্তন না করে বিনা ওজুতে বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ বা রামি করেছে। এতে কি তার ঐ দিনের রামি আদায় হয়েছে? যদি আদায় না হয়ে থাকে তাহলে এখন তার হজ্ব পূর্ণ করার জন্য করণীয় কি?