আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
330 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম, দয়া করে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিবেন।

১. আমরা বিজ্ঞান ও গণিতে বিভিন্ন মান ধরে নিই। যা অনেকটা সঠিক কিন্তু কিছুটা ১৯-২০ থাকে। কিন্তু এ বিষয় টা দৈনন্দিন জীবনে অগ্রাহ্য করা হয়। সবাই জানে যে কোনটা কতটুকু ধরে নেয়া হয়েছে কতটা মান জানলেই হবে ইত্যাদি। সকল বৈগ্যানিক ও সাধারণ মানুষ এ বিষয় এ একমত।  এই মান ধরে নেয়া কি মিথ্যার মধ্যে গন্য হবে?
২. আমি কোন বিষয় এ মুফতি ইমদাদুল হকের ফাতওয়া পাচ্ছি আর কোন বিষয় এ মুফতি ওলী উল্লাহ র। যে কারোটা গ্রহণ করলেই হবে না?

৩. হাত এর ভিডিও থাকা বা ছবি আকা বা তোলা কি তাসবীর এর ফাতওয়ার জায়েজ নাজায়েজ এর বিষয় আসবে? এটা জায়েজ আছে?

৪. আমার আগের কোন ফাতওয়ায় বলেছেন যদি ভিডিও জায়েজ এর ফাতওয়া গ্রহন করি তবে ইউটিউব, কলেজ এর শিক্ষামূলক ভিডিও জায়েজ হবে। সেখানে শিক্ষক দের শরীর সহ অথবা অনেক ক্ষেত্রে শুধু হাত দেখা যায়। তবু আবার বলছি৷ সেটা জায়েজ আছে কি? শিক্ষা হারাম হবে?  গুনাহ হবে?

৫.  সাধারণ মুসলিম হিসেবে পাচ ওয়াক্ত সালাত পড়া কিছু সময় কুরআন পড়া ব্যতীত বাকি সময় দুনিয়াবি পড়াশোনা করলে কি অন্যন্য নফল ইবাদত না করার ফলে গুনাহ হবে? এতে যদি উদ্দেশ্য থাকে ভবিষ্যতে হালাল উপার্জন আর মাখলুকের সেবা।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) বিষয়টা ব্যখ্যা করে কমেন্টে উল্লেখ করুন।
(২) বিষয়টা ব্যখ্যা করে কমেন্টে উল্লেখ করুন।
(৩)হাত এর ভিডিও থাকা বা ছবি আকা বা তোলা তাসবীরের হুকুম আসবে না। 
(৪)
তাসবীর বা ফটো হারাম।এ সম্পর্কে অসংখ্য হাদীস রয়েছে।তন্মধ্যে একটি হাদীস উল্লেখ করছি-
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2253

লাইভ সম্প্রচার জায়েয, এটা নিয়ে কোনো মতবিরোধ নেই।রেকর্ড ভিডিও নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।মুফতী তাক্বী উসমানী রেকর্ড ভিডিওকে তাসবীর(যা সর্বসম্মতিক্রমে হারাম)এর আওতাধীন করতে ইতস্ততাবোধ করেছেন।উনি উনার অমরগ্রন্থ তাকমিলাতু ফাতহিল মুলহিমে লিখেন,
ﻭﺍﻣﺎ ﺍﻟﺼﻮﺭﺓ ﺍﻟﺘﻰ ﻟﻴﺲ ﻟﻬﺎ ﺛﺒﺎﺕ ﻭﺍﺳﺘﻘﺮﺍﺭ، ﻭﻟﻴﺴﺖ ﻣﻨﻘﻮﺷﺔ ﻋﻠﻰ ﺷﻴﺊ ﻳﺼﻔﺔ ﺩﺍﺋﻤﺔ ﻓﺈﻧﻬﺎ ﺑﺎﻟﻈﻞ ﺍﺷﺒﻪ (ﺍﻟﻰ ﻗﻮﻟﻪ) ﻓﺎﻥ ﺍﻟﺼﻮﺭﺓ ﻻ ﺗﺴﺘﻘﻮ ﻋﻠﻰ ﺍﻟﻜﻴﺴﺮﺍ ﺍﻟﻰ ﺍﻟﺸﺎﺷﺔ ﻭﺗﻈﻬﺮ ﻋﻠﻴﻬﺎ ﺑﺘﺮﺗﻴﺒﻬﺎ ﺍﻷﺻﻠﻰ ﺛﻢ ﺗﻔﺘﻰ ﻭﺗﺰﻭﻝ،
ভাবার্থ-ঐ ছবি যার কোনো স্থায়িত্ব বা দীর্ঘতা নেই, এবং যা কোনো জিনিষের উপর স্থায়ী অঙ্কিত ও নয়।সেটা ছায়ার অধিকতম নিকটবর্তী। কেননা ছবি স্কীনে অবশিষ্ট থাকে না বরং তা মেমোরি বা রিলে সংরক্ষিত ধারাবাহিকার সাথে স্কীনে আসে আবার তা দূতই চলে যায়।(তাকমিলাতু ফাতহিল মুলহিম-৪/১৬৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন
শিক্ষামূলক ভিডিও জায়েজ হবে। সেখানে শিক্ষকদের শরীর সহ অথবা অনেক ক্ষেত্রে শুধু হাত দেখা যায়।সেটাও জায়েয হবে।

(৫)সাধারণ মুসলিম হিসেবে পাচ ওয়াক্ত সালাত পড়া কিছু সময় কুরআন পড়া ব্যতীত বাকি সময় দুনিয়াবি পড়াশোনা করলে কি অন্যন্য নফল ইবাদত না করার ফলে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১. আমার প্রশ্ন ছিলঃ বিজ্ঞান এ বিভিন্ন মান রয়েছে যেমন ঃ পৃথিবী তে যেকোনো বিষয় নিচে পড়ে অভিকর্ষ বলের কারণে এর মান হল ৯.৮৭৬৭৮...  এরকম কিছু। কিন্তু এ মান অনেক বড় হোয়ায় তার জায়গায় শুধু ৯.৮ ব্যবহার করা হয়। এইযে, মূল মানের স্থলে হিসাবের সুবিধার জন্য একটা নিরদিষ্ট মান ব্যবহার হঅয় তা কি মিথ্যার মধ্যে গন্য হবে?? কেননা সত্য মান জানার পরেও হিসাব কঠিন হবে বিধায় সকলের সম্মতিতে অন্য মান ব্যবহার করা হয়। যদিও উত্তর এ তেমন পরিবর্তন হয় না।
by (606,750 points)
মুহতারাম।যেহেতু উত্তরে তেমন পরিবর্তন হয় না।তাই এগুলো ব্যবহার করতে পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...