আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
আমি একবার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। সেখানে উনি আমাকে কিছু ড্রেস দেখান, বিক্রি করার জন্য৷ ড্রেস গায়ে পড়ে ট্রায়াল দিতে গিয়ে ভুলবশত জামার হাতার একদিকে ছিড়ে ফেলি। কিন্তু সেটা আত্মীয় টা খেয়াল করেনি। আমি কিছু না বলেই ওই জামা টা অন্য জামার সাথে রেখে চলে আসি৷ এর পেছনে একটা কারণ ছিল, তখন আমার কাছে ওই জামা টা কেনার মত কিংবা ক্ষতিপূরণ দেওয়ার মত টাকা ছিল না। আর আমি উনাকে জামা টা ভুলে ছিড়ে গেছে সেটা বলার মত সুযোগ ছিল না। কারন ওই আত্মীয় সম্পর্কে আমার সৎ মা হোন। টাকা না দিয়ে শুধু সরি বললে বিষয়টি আরো জটিল হত। এখন এত বছর পর আমার কাছে টাকা আছে যে আমি উনাকে টাকা টা দিতে পারব। কিন্তু জামার দামটা আমার আর মনে নাই৷ এটুকু মনে আছে যে জামাটা ১৫০০৳ এর মধ্যে ছিল। এখন আমি টাকা টা উনাকে কিভাবে ফেরত দিতে পারি?আর উনাকে আমি বলতে চাচ্ছি না যে সেটা জামার টাকা, এমনিতেই ফেরত দিতে চাচ্ছি।