কোন স্ত্রী যদি কষ্ট পেয়ে ঝগড়ার সময় বলে আমার জীবনেও ভাল কেউ আসবে, আল্লাহ রাখছে বা এমন কিছু কিন্তু তালাক না চায় স্বামীর কাছে তখন।স্বামীও যদি নিয়ত ছাড়া যাও খুজ গা বা এমন কিছু বলে নিয়ত ছাড়া সে মুহুর্তে তাহলে কি তালাক হয়?? মনে করেন তালাক এর কয়েকদিন আগে চায়লেও একটু পর ভাল হয়ে যায়।মানে কেউ চায় না তালাক হোক এমনিতে রাগে এমন হলে কি কিছু হয়?মানে বলার সময় মজলিস না হলে কি কিছু হয়?জানার জন্য প্রশ্নটা