আমার একজনের সাথে বিয়ের কথা চলছে যার যার সাথে দ্বীনে ফেরার আগে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। ছেলেমেয়ে বন্ধুত্ব যে গুনাহ,তা জানতাম না, বেস্ট ফ্রেন্ড ছিলাম।
ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ২ মাস মতন ক্লাস করে লকডাউন দিয়ে দেয়,ঐ সময়ে হিদায়াতের সন্ধান পাই আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টার পর যোগাযোগটা ছেড়ে দিই আল্লাহর জন্য।
পরে এই ছেলেটাকেও কিছুদিনের মধ্যে আল্লাহ হিদায়াত দেন সুবহানাল্লাহ।
আজ প্রায় ৫ বছর পর - তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে,পারিবারিকভাবে আগাচ্ছে।
এখন বিয়ে হলে যারা আমাদের দেখছিল সেসব মানুষ ভাবতে পারে আগে ফ্রেন্ড ছিল না,প্রেম করত,তাই বিয়ে হলো - তাতে আমার কন্ট্রোল নেই, যারা আমাকে কাছ থেকে চিনে তারা জানে সত্যিটা।
প্রশ্নটা হলো আমার দ্বীনে ফেরার পর ইউনিভার্সিটি সার্কেল নিয়ে।
আমার অনেক বোনের সাথে ওঠাবসা ভার্সিটিতে, ১০০+ তো হবেই জুনিয়র সিনিয়র ব্যাচমেট মিলে।
দ্বীনের ফেরার পর ভার্সিটির যাদের সাথে পরিচয় তাদের আমি আমার আগের লাইফের কথা নিজের মুখে জানাইনি যে আমার আগে ছেলেদের সাথে কথা হতো। হয়তো কেউ গেইস করে,নাও করতে পারে।
কিন্তু দ্বীনে ফেরার আগে যাদের সাথে পরিচয়, গুটি কয়েকজন, এরা ছেলেটা সম্পর্কে জানত,কেউ বা তাকে দেখছিলও কারণ সে তখন ইউনিভার্সিটিতে এসেছিলো দুইবার।
যেহেতু ছেলেটার নাম শুনবে বিয়ের পর ইন শা আল্লাহ, ঐ কয়েকজন বুঝে যাবে যে এই ছেলে সে-ই,হয়তো প্রচার করে ফেলবে,যে ক্যাম্পাসেও আসত, মানুষ সেখান থেকে ধারণা করবে যে মেয়েটা তাহলে প্রেম করত আগে
এটা আমায় খুব চিন্তিত করছে,
আবার আমার কাছের যারা ফ্রেন্ড,তারাও হয়তো পাত্রের বিবরণ শুনে গেইস করেই ফেলবে যে আগে থেকে চেনা। আর আমার থেকে না জেনে অন্যের কাছ থেকে জানলে তারা কষ্ট ও পেতে পারে আমি কেন লুকোচুরি করছি। সেটা মেইন কনসার্ন না যদিও।
আমাকে অনেক চিন্তিত করার অন্যতম কারণ - আমি হোস্টেলে তালিমের একজন দায়িত্বশীল, মানুষ ধারণা করবে যে এই মেয়ে প্রেম করত - এটা আমায় ভাবাচ্ছে। আমি না জানলেও একে ত অনেকে জেনেই যাবে ঐ কিছু মানুষ থেকে,বাকিরা ধারণা করতেও পারে
আমার প্রশ্ন:
এখানে ইন শা আল্লাহ বিয়ে হলে, আমি কি পূর্বোক্ত গুনাহের ব্যাপারে ডিটেইলসে না বলে এই নিয়তে পাত্রের আসল পরিচয় জানাতে পারি যে - মানুষকে এটা বলার সাথে সাথে দাওয়াত দিব - দ্বীনের জন্য গুনাহ ছাড়লে আর আল্লাহকে ভয় করে সবর করলে আল্লাহ বান্দাকে সেটার অনেক উত্তম প্রতিদান দেন?
শুধু জানাব যে ফ্রেন্ডশিপ ছিল, দ্বীনের বুঝ এসে কথাবার্তা বন্ধ,৫ বছর পর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছে।
এটা গুনাহ হবে কি? পূর্বের গুনাহের কথা প্রকাশ করাতে হাশরের ময়দানে আল্লাহ আমার এই গুনাহ ঢেকে রাখবেন না - তেমন হয়ে যাচ্ছে কি?
কিন্তু আমি না জানালেও মানুষ জানবেই হয়তো ... আর আমি ক্লিয়ার করে বললে বাকিরা কী বলব ভাবল তারপর আর কিছু যায় আসে না
আমি জানিয়ে দিলে আমাকে আর লুকোচুরি করতে হবে না
আর এখন আমার কোনো ছেলে বন্ধু ও নেই আলহামদুলিল্লাহ