আসসালামু আলাইকুম। আমার স্বামী বিজনেস করতে গিয়ে ১০ লাখ টাকার ঋনে পরে গিয়েছে। এখন কোনোভাবে টাকার ব্যবস্থা হচ্ছে না মানুষ সময়ও দিচ্ছে না আমরা খুব চাপের মধ্যে আছি। সাহায্যের জন্য যাকাত হিসেবে টাকা দেয়ার মতো কোনো ব্যবস্থা হবে আপনাদের কাছে। খুব বিপদে পরে এটা বলা দয়া করে একটু সাহায্য চাই। কারণ আমি চাই না আমার স্বামী আবার ঋণ করে এই ঋণের টাকা পরিশো করুক। আমি পরিপূর্ণ হালাল রিজিক চাই