আসসালামু আলাইকুম , আমার স্বামী নামাজ পড়ে না। আমি সবসময় আল্লাহর কাছে তার উত্তম হেদায়েতের দুয়া করি।
আমি স্বপ্নে দেখলাম আমি আর আমার স্বামী একত্রে নামাজ পড়ছি।নামাজের পর প্রশান্তি লেগেছে বলেই মনে হলো। কিন্ত্য ঘুন ভাংগার পর বুঝলান, স্বপ্নে আমরা কিবলামুখি না হয়ে কিবলা থেকে কিছুটা বামপাশের দিকে মুখ করে নামাজ পড়ছি। স্বপ্নে এটা স্বাভাবিক লাগে, যেনো মনে হচ্ছিলো ওইদিকেই কিবলা , কিন্তু ঘুম থেকে উঠে যখন মনে হলো আমরা কিবলামুখি হয়ে নামাজ পড়ি নাই, তা ভাবতে অসস্তি লাগতে থাকে।
এইরূপ স্বপ্ন দেখার কারন কি হতে পারে ?