আসসালামু আলাইকুম।
প্রশ্ন:১: নিজের দেশের টাকা/কয়েন অতিরিক্ত মূল্য দিয়ে কিনা/বিক্রি নাজায়েজ। কিন্তু অন্য দেশের নোট/কয়েন কি অতিরিক্ত যেকোনো মূল্য দিয়ে কিনা/বিক্রি জায়েজ? নাকি সেটাও নাজায়েজ?
(যেমন: আমেরিকার ১ ডলারের নোট যদি আমি কারোর থেকে ৩০০ টাকা দিয়ে কিনি বা কারোর কাছে বিক্রি করি তাহলে সেটা জায়েজ হবে? (যেহেতু ১ ডলার=বাংলাদেশের ৩০০ টাকা নয়, আরো কম))
প্রশ্ন: ২: ভিন্য দেশের পুরাতন নোট/কয়েন (যেমন: ব্রিটিশ আমলের ২ আনা, ৪ আনা) এখন ৪০০-৫০০ +/- টাকায় কেনা/বিক্রি করা যায়। সেটা কি জায়েজ?
প্রশ্ন:৩: আগের কার সময়ে অনেক কয়েন রুপার/স্বর্নের তৈরি হতো। (যেমন: আগেরকার Indian One Rupee তে রুপা ব্যবহার হতো, যেটার VALUE সেই সময় One Rupee ই ছিল)
--তো সেই কয়েন গুলোর VALUE কি বর্তমানে One Rupee ই থাকবে? নাকি তা রুপার ভরির দামে বিক্রি করা যাবে। (যেমন: রুপার তৈরি কোনো কয়েন যদি ১ ভরি হয়, তাহলে কি রপার ১ ভরির দামে সেটা বিক্রি করা যাবে?)