আস্সালামু আলাইকুম উস্তাদ। কিছুদিন আগে আমাকে এক পাত্র পক্ষ দেখতে আসে, আমার পরিবার পাত্র আর পাত্রর পরিবারকে পছন্দ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ দ্বীন প্রেকটিস করি, তবে পরিপূর্ণ পর্দা করতে পারছি না। মুখ খোলা রেখে হিজাব পড়ি বা বড় ওড়না দিয়ে হিজাবের মতো পেচিয়ে থাকি। আর হাত, পা ঢাকা হয় না। তো পাত্র পক্ষ আসলেও আমি এভাবে তাদের সামনে যাই। তবে পাত্রের খালা আমাকে আর পাত্রকে একটা রুমে নিয়ে যায়,এবং একে ওপরের সাথে কথা বলতে বলে, উনার খালা ও আমাদের সাথে ছিল। কথা বলার এক পর্যায়ে পাত্রের খালা আমাকে বলে মুখের ওড়না যে পেঁচানো ছিলো তা খুলে স্বাভাবিক মাথায় যেভাবে ওড়না রাখে, ওভাবে রাখতে। বমি তখন উনার খালাকে বলেছি, আমি আসলে কখনোও এভাবে কোনো পুরুষের সামনে হিজাব ছাড়া থাকি নাই। তখন উনি আর কিছু বলেন নাই। পরক্ষণে পাত্রের কাছে তার পরিবার আমার ব্যপারে জানতে চাইলে, পাত্র বলে সে নাকি আমার মুখই দেখে নাই। এখন উনার খালা বলেছে শুক্রবারে পাত্র তার বাড়িতে আসবে, ওখানে আমাকে আর পাত্রকে মুখোমুখি করবে। আমার মনে হচ্ছে এবার আমাকে হিজাব ছাড়াই ওনারা পাত্রের সাথে সাক্ষাৎ করতে বলবে। এখন আমি খুব চিন্তায় আছি, কি করবো? এজন্য আপনার পরামর্শ চাচ্ছি,আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উস্তাদ। আমার বয়স ২৫,বাবা মা বিয়ে নিয়ে খুব চিন্তিত,আমার পরিবার পাত্রকে বেশ পছন্দ করেছে। উস্তাদ একটা পরামর্শ দেন।