আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।স্ত্রীকে রাগ করে ব্লক দিলে তহ তালাক হয় না।ফেসবুকে এমনিতে কে দুষ্টামি করে লেখছে ব্লক দেওয়া ডিজিটাল ডিভোর্সের মধ্যে পড়ে মানে এমন কিছু।এর পরে তবুও রাগ করে ব্লক দিলে ওটা মনে আসলেও মানে মনে পড়লেও আবার যদি মনে আসে এমন কথা ইসলামে নাই,তহ এমনিতে রাগ করে ব্লক দিলে কি কোন সমস্যা হয়?
২।উপরের প্রশ্নটা করার সময় যদি স্বামী "আবার যদি মনে আসে এমন কথা ইসলামে নাই," এ কথাটা পরে এডিট করে বসায় কোন সমস্যা হয়?এমন ধরেন মনে ছিল লিখতে গিয়ে ভুলে আবার একটু পর এডিট করলে?মানে লিখার সময় গুলিয়ে ফেললে?