আমার এক বন্ধু অস্ট্রেলিয়ায় থাকে সে এখন বিবাহ করতে চাচ্ছে
মেয়েও অস্ট্রেলিয়ায় আছে
তারা পরিবার ছাড়া বিবাহটা সম্পন করতে চাচ্ছে
তাদের সাথে সাক্ষিও থাকবেন ১ জন পুরুষ ২ জন মহিলা অস্ট্রেলিয়ায় উপস্থিত থাকবে
এখন তারা বলছে আমি ভিডিও কলে বিবাহ পড়ানোর জন‍্য আমি থাকি কাতার আর তারা পাত্র পাত্রী সাক্ষী সহ সামসামনি উপস্থিত থাকবে আর আমাকে ভিডিও কল দিলে আমি পড়ানোর জন‍্য।
এখন এইটা কীভাবে সমপন্ন করা যাবে?