আসসালামু আলাইকুম।
১. কুরবানির কাফফারা কি কোন ইসলামী সমাজসেবী সংগঠন বা প্রতিষ্ঠানে দেওয়া যাবে? আস সুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া যাবে?
ফিলিস্তিনের মুসলিমদের সাহায্যে দেওয়া যাবে?
আরাকান বা কাশ্মীরের মুসলিমদের সাহায্যের উদ্দেশ্যে পাঠানো যাবে?
২. আগে থেকে কিছু জমাকৃত স্বর্ণ ছিলো, জমানো টাকা ছিলো না। বরং হাদিয়া হিসেবে পেলে তা অল্প সময়েই খরচ করা হয়ে যেতো। এই রবিউল আউয়্যাল মাসে কিছু টাকা হাতে এসেছে যা দিয়ে ব্যবসার নিয়ত রয়েছে, এবং কিছু টাকা জমা রাখারও নিয়ত রয়েছে। এমতাবস্থায় যেদিন এই টাকা গুলোর এক বছর পূর্ণ হবে, অর্থাৎ আগামী বছরের রবিউল আউয়্যাল মাসের হিসাব অনুযায়ী স্বর্ণ ও টাকার যাকাত আদায় করতে হবে?
৩. সাপ্তাহিক সুন্নাহ রোজা অথবা আইয়্যামে বীজ এর রোজা অবস্থায় যদি হায়েজ আসে, তবে কি সেই ভাংতি রোজা কাযা করতে হবে? আইয়্যামে বীজের ৩ টা রোজা করার নিয়ত ছিলো, কিন্তু ১ম দিনেই হায়েজ আসার কারণে আর হয় নি। তবে কি নিয়তের কারণে ৩ টাই কাজা করতে হবে?
৪. জামাতে নামাজে ইমামের তাকবির দেওয়ার আগেই সিজদাহ থেকে বা রুকু থেকে মুক্তাদির সোজা হয়ে যাওয়ার ভুল হচ্ছিলো, কিন্তু সামান্য উঠেই ১ সেকেন্ডের মধ্যে আবার ঝুঁকে যায়। ইমাম সোজা হলে পরে সোজা হয়। এই কারণে কি নামাজ দোহরাতে হবে?
৫. যদি সন্দেহ জাগে যে ইমামের আগে কোন রুকন আদায় হয়ে গিয়েছে কি না, মনে নাই স্পষ্ট করে, তখন এই সন্দেহের কারণে কি নামাজ দোহরাতে হবে?
৬. নামাজের রুকু অবস্থায় পেছন থেকে বাচ্চার ধাক্কায় এক পা সামনে এগিয়ে গেলে কি নামাজের কোন সমস্যা হবে?
উত্তর জানিয়ে উপকৃত করবেন।
জাযাকাল্লাহ খাইরান।