আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি একজন মেয়ে & আমি চাকরি করবো কিনা সেই ব্যাপারে বেশ কনফিউজড। আমার পরিবার চায় আমি করি আবার আমার মনে হয় চাকরি করলে অনেকটা সময় নষ্ট হবে এরচেয়ে আমি আমার দ্বীন মজবুত করবো,দ্বীনি ব্যাপারে আরো শিখবো জানবো (যেহেতু জেনারেল থেকে আমি)
আবার আমার আসলে গাড়ি ভালো লাগে,কেনার ইচ্ছেও সত্যি বলতে আছে।আমি ইনকাম না করলে হাসব্যান্ডের একার ইনকামে আদৌ পসিবল কিনা।
**আমার ইনকামের সুযোগ আছে,আমি যদি না করি আল্লাহ কি আমার হাসব্যান্ডের ইনকামেই সেটা দিয়ে দিতে পারেন?
আমি আসলে খুবই কনফিউসড্
এদিকে আমার একজনকে ভালো লেগেছে যিনি ওয়াইফকে জব করতে দিতে চান না, উনার ইনকাম স্টার্টিং অনুযায়ী বেশ ভালো.. আমার ইস্তেখারাও পজিটিভ এসেছে দুবার, এজন্য বুঝতে পারছিনা কি করবো আসলে
**আমি কি উনাকে বলবো জব করতে চাই?
**নাকি আমার জন্য জব না করে, বাসায় থাকাটাই ব্যাটার?
**আমি কি উনার চিন্তা বাদ দিয়ে দিবো, উনার কথা মাথায় প্রায়ই ঘুরছে কারণ উনার বাকিসব কিছু আমার সাথে মিলে যেমন টা আমি চাই